প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজনে পিসিআইইউ ছাত্রলীগ

চট্টগ্রাম: গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) শাখা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ জানুয়ারি সকালে ক্যাম্পাস চত্বরে জাতীয় সংগীত এবং দলীয় সংগীত গাওয়ার মাধ্যমে কর্মসূচির সূচনা করে ইউনিভার্সিটি শাখার ছাত্রলীগ নেতাকর্মীরা৷

এরপর ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি কাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক ওয়াহেদ বুলবুল অর্পণের নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি হলি ক্রিসেন্ট মোড় হতে খুলশী থানা প্রদক্ষিণ করে ইউনিভার্সিটি চত্বরে এসে শেষ হয়। দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন সহকারে নেতাকর্মীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ ছিলো র‌্যালীতে।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় নেতাকর্মীরা পরস্পর ছাত্রদের মাঝে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সামনে এগিয়ে নেয়ার জন্য নতুন নেতৃত্ব তৈরী করে ভবিষ্যত বাংলাদেশ গড়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। ছাত্রলীগকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গিকার করেন পোর্ট সিটি ইউনিভার্সিটি ছাত্রলীগ নেতাকর্মীরা।

সবশেষে কর্মীদের মাঝে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “অসমাপ্ত আত্মজীবনী” বিতরন এবং কেক কাটার মাধ্যমে উদযাপিত হয় এশিয়া মহাদেশের বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী৷