রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

বিদ্যুৎকেন্দ্রবিরোধী লিয়াকতের বিরুদ্ধে আরও এক মামলা

| প্রকাশিতঃ ১৭ মে ২০১৬ | ১:২৩ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র বিরোধী বিএনপি নেতা লিয়াকত আলীর বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা করেছে পুলিশ। সোমবার গভীর রাতে বাঁশখালী থানার এস আই কায়কোবাদ বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

বাঁশখালী থানার ওসি আলমগীর হোসেন বলেন, গত সোমবার বিকেলে লিয়াকতের বাড়ি থেকে দুটি এলজি উদ্ধারের ঘটনায় তাকে একমাত্র আসামি করে মামলা হয়েছে। চার মামলার আসামি লিয়াকতকে গ্রেফতারের চেষ্টা চলছে। লিয়াকতের বাবা দুদু মিয়া অসুস্থ হয়ে পড়ায় তাকে পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি সুস্থ হওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ৫ এপ্রিল বিকেলে গন্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে চার জন নিহত হন। এঘটনায় দায়েরকৃত তিনটি মামলায় লিয়াকতসহ প্রায় ৬ হাজার মানুষকে আসামি করা হয়েছে। সর্বশেষ গত সোমবার বিকেলে গন্ডামারায় লিয়াকতের বাড়িতে অভিযান চালিয়ে তার বাবা দুদু মিয়াকে আটক করে পুলিশ। এসময় তার বাড়ি থেকে দুটি এলজি অস্ত্র, চার রাউন্ড গুলি ও একটি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়।