চট্টগ্রাম: কেক কাটা, বই বিতরণ, আলোচনা সভা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নগরীর চান্দগাঁও থানার মোহরা ওয়ার্ডের মুজিব চত্ত্বরে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন মোহরা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে যোগ দিয়েছেন সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতা থেকে শুরু করে মহানগর ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দও।
বুধবার বিকেল চারটা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানের শুরুতে ছিল আলোচনা সভা। এতে অংশ নিয়ে ছাত্রলীগের ইতিহাস, গৌরব আর সফলতা নিয়ে বক্তব্য রাখেন মোহরা মুজিব সৈনিকের আহ্বায়ক আশফাক হোসাইন খান, যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তানিম, প্রকৌশলী আসাদুজ্জামান কানন, প্রকৌশলী রাজীব পাল প্রমুখ।
এরপর স্কুল শিক্ষার্থীদের মাঝে ‘মুজিব গ্রাফিক নোভেল’ ও ছাত্রলীগের কর্মীদের মাঝে ড.জাফর ইকবালের লেখা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বই বিতরণ করা হয়।
মাগরিবের নামাজের বিরতির পর মুজিব চত্ত্বরে চলমান ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে যোগ দেন দিনভর নানা কর্মসূচি পালনে ব্যস্ত থাকা নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণি ও সহ সভাপতি ইয়াছিন আরাফাত কচি। এসময় অনুষ্ঠানে অামন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন সাংবাদিক আলম দিদার।
এরপর আমন্ত্রিত অতিথিদের নিয়ে মোহরা ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীর বিশাল আকৃতির কেক কাটেন। পরে নুরুল আজিম রনির নেতৃত্বে মুজিব চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ছাত্রলীগের পক্ষ থেকে।
আলোচনায় অংশ নিয়ে সাধারণ সম্পাদক নুরুল আজিম রণি ছাত্রদের অধিকার আদায়ে নগর ছাত্রলীগের চলমান আন্দোলনে ছাত্রলীগ কর্মীদের আরো বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানান। এসময় বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতি সম্পর্কে ছাত্রলীগ নেতাকর্মীদের আরো বেশি জানতে আহ্বান করেন রণি।