মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

জঙ্গিমুক্ত দেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

প্রকাশিতঃ ৪ জানুয়ারী ২০১৭ | ৭:৪৭ অপরাহ্ন

চট্টগ্রাম: বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালন করেছে সংগঠনটির চকবাজার থানা শাখা। বুধবার দুপুরে ছাত্রলীগের নেতাকর্মীরা নগরীর চন্দনপুরা মোড়ে জড়ো হয়। সেখানে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর বিপুল সংখ্যক ছাত্রের সমন্বয়ে এক বিশাল র‌্যালী বের হয়।

র‌্যালীটি চকবাজার, চট্টগ্রাম কলেজ মোড়, গণিবেকারীসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামালখান মোড়ে এসে সভার মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও নগর যুবলীগনেতা মো. সাইফুল আলম লিমন।

নিজাম উদ্দিন কাদেরের সভাপতিত্বে এবং রফিকুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য নুর মোহাম্মদ নাজমুল, নগর ছাত্রলীগের সাবেক সদস্য ও নগর যুবলীগ নেতা শরীফ আহমেদ, নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুজয়মান বড়ুয়া জিতু।

সভায় প্রধান অতিথি বলেন, ‘ছাত্রলীগই বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্বের প্রস্তুতি নিয়েছিলেন। ১৯৬৬ সালে ৬ দফা ঘোষণার পর পরই বঙ্গবন্ধু তারই ধারাবাহিকতায় ছাত্রলীগ ৬৯ সালের গণআন্দোলন, ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। এখন অসম্প্রাদায়িক জঙ্গীবাদমুক্ত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ছাত্রলীগের নেতা-কর্মীরা স্বাধীনতা বিরোধী ও বিরোধীদলের যেকোন নৈরাজ্য, ষড়যন্ত্র প্রতিরোধ করবে।’

বক্তব্য রাখেন নগর যুবলীগ নেতা শেখ ফরিদ আহমেদ ভূবন, নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা আবদুল্লাহ আল মামুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক সাইফুল ইসলাম,চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয ছাত্রলীগের হামিম, আরিফ, খসরু, নগর ছাত্রলীগের সদস্য তানভীরুল আলম অপু, ইফতেখার শায়ান, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল বারী চৌধুরী বাপ্পি,সহ-সভাপতি জাহেদ ওমর সাত্তার, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মো.বেলাল, মো.হাবিব, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মো.ইলিয়াছ, মাহবুব, কমার্স কলেজ ছাত্রলীগ নেতা মো.রবিন, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি কাজীম উদ্দীন, সাধারণ সম্পাদক ওয়াহেদ বুলবুল অর্পণ, ইউএসটিসি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নওশাদুর রহমান, রুপু বড়ুয়া, নগর ছাত্রলীগ নেতা মেহেদি হাসান নিপু, আরিফ আহমেদ, জাহাঙ্গীর আলম, কামরুজ্জামান ফয়সাল, সজীব মির্জা, হাবিবুর রহমান, রানা আহমেদ, ফয়সার আহমেদ রাজ, শশী চক্রবর্তী,চকবাজার থানা ছাত্রলীগ নেতা ইয়াছিনুল আলম বাহাদুর, হিমেল বড়ুয়া প্রমুখ।