সুরের আকাশে নতুন ‘সকাল’

চট্টগ্রাম : দুজনের মাঝে ভুল বোঝাবুঝি। তুমুল ঝগড়া। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। চূড়ান্ত ভুল বোঝাবুঝির পর একসময় দুজন দুজনকে ছেড়ে যায়। ছেলে বিষণ্ন মনে কখনো বাসে, কখনো স্মৃতিময় ক্যানভাসে বসে গান করে- ‘আসলে কি ভোলা যায়!’

গানে গানে ভীষণ মিস করছে মেয়েটাকে। ইলোশন হিসেবে ফিরে আসে মেয়েটা। তৈরি হয় স্মৃতিময় ফ্লাশব্যাক। দুজনের কিছু রোমাঞ্চ।

অভিমানের পালা শেষ। দুজন পাশাপাশি বসে আছে একই বেঞ্চে। কেউ কারো সঙ্গে কথা বলছে না। কিন্তু দুজন মুচকি হাসে, আলতো ছোঁয়া, আলতো স্পর্শে ভরিয়ে দেয় দুজন-দুজনায়। অতপর ভালোবাসার হাত দুটো মিলে যায় ভালোবাসার নতুন মোহনায়।

তুমুল প্রেম-রোমাঞ্চের পর তুমুল বিরহ, বিষণ্নতা ছাপিয়ে এভাবেই জীবন্ত হয়ে উঠে একটি ছেলে, একটি মেয়ের ‘প্রেমকাব্য’। আর এই প্রেমকাব্যের পুরোটাই রচিত হয়েছে কেবল একটি লাইনে, একটি গানে- ‘ভুলতে চাই’।

হৃদয় ছুঁয়ে যাওয়া গানটি গেয়েছে সমরাট সিকদার; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী।

গানটিতে মডেলও হয়েছে সম্রাট নিজে। তাকে সঙ্গ দিয়েছেন হালের পরিচিত মডেল সাফরিন জাহান। গানটির কথা ও সুর করেছেন আভরাল সাহির। পরিচালনা ও নির্দেশনায় ছিলেন মিজানুর রহমান সামী। চিত্রধারণ করেছেন পঙ্কজ চৌধুরী রনি। গানের পুরোটাই শুটিং হয়েছে প্রকৃতিকন্যাখ্যাত কাপ্তাইয়ে।

গানটি দেশের খ্যাতনামা প্রতিষ্ঠান সঙ্গীতার ব্যানারে ২৭ ডিসেম্বর বাজারে এসেছে। গানটি নিয়ে সংশ্লিষ্টদের আশা, সবরকমের দর্শকে মুগ্ধতা ছড়াবে সুরের আকাশে এই নতুন ‘ভোর’-এর নতুন ধাঁচের গান।

সম্রাটের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সৈয়দবাড়িতে। তাঁর বাবা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান শিকদার। মা নাসরিন সুলতানা মুন্নী। দুই ভাইবোনের মধ্যে সম্রাট ছোট। বোন অন্তরা মাহমুদের স্বামী মেজর শিবলী মাহমুদ।

শিল্পী সম্রাট সিকদার বলেন, ‘আমার জীবনের প্রথম গান রিলিজ হয়েছে, কেমন আনন্দ লাগছে তা বলে বোঝানো যাবে না। সবাই অনুপ্রেরণা দিচ্ছে। সামনে এগিয়ে যাওয়ার জন্য শুভ কামনা জানাচ্ছে। আমি কল্পনা করিনি, এতটা সাড়া পাবো। ইউটিউবে ফলোয়ার বাড়ছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’

গানের জগতে আসার ব্যাপারে সম্রাট বলেন, ‘আমার মা-বাবার দোয়া ছিল। আমার মামা সাংবাদিক আজাদ তালুকদারের অবদান কখনোই অস্বীকার করতে পারবো না। গান নিয়ে প্রত্যেকটা ব্যাপারে ছোটকাল থেকেই আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে আসছেন। আমি মামার কাছে কৃতজ্ঞ। মামার সহযোগিতা না থাকলে আমার প্রথম গানটা এত দ্রুত, এতটা সহজভাবে হতো না। এমনকি মামা না থাকলে, আমি এই পর্যায়ে আসতে পারতাম না। আমি সবসময় চাইবো মামা পাশে থাকুক।’

‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বন্ধু, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন দিক থেকে মানুষের ভালোবাসা আমি পাচ্ছি। এতটা অনুপ্রেরণা পাচ্ছি, যা ভোলার না। আমি চেষ্টা করবো, আগামীতে আমার কাজগুলো যাতে আরও ভালো হয়, যাতে আমি আরও ভালো গান দর্শক-শ্রোতাদের উপহার দিতে পারি।’ – বলেন সম্রাট। ‘ভুলতে চাই’ গানটি পরিচালনা ও নির্দেশনায় ছিলেন মিজানুর রহমান সামী। সম্রাটরে সাথে কাজ করে খুশি এই পরিচালক, ‘নতুনদের সাথে কাজ করতে গেলে আমরা সাধারণত সন্তুষ্ট হতে পারি না। কিন্তু সম্রাটরে ক্ষেত্রে পুরোপুরি ব্যতিক্রম। সে অনেক মেধাবী। তার গানের গলা অনেক ভালো। আমি সম্রাটকে নিয়ে যেদিন রেকর্ডিংয়ে গিয়েছিলাম, সেদিন তাকে কোনও ডেমু দেওয়া হয়নি। সে তাৎক্ষণিক গানটা গেয়ে দিয়েছে এবং খুবই ভালো গেয়েছে।’

সম্রাটরে গুণমুগ্ধ মিজানুর রহমান সামী বলনে ‘সম্রাটরে কন্ঠটা খুবই ভালো। মনের মধ্যে লাগে। তার এক্সপ্রেশন, অ্যাকটিভিটি, বডি ল্যাঙ্গুয়েজ খুবই ভালো। তার মিউজিক ভিডিওটি দেখে কেউ ভাবতেও পারবে না যে, এটি তার প্রথম কাজ।’

সামীর আশাবাদ, সম্রাট যদি লেগে থাকে, ডেডিকেশন থাকে, সিরিয়াসনেস থাকে, ভালোবাসা থাকে, সে অনেকদূর যেতে পারবে।’

*** শিল্পী সম্রাট সিকদারের গানটি শুনতে এখানে ক্লিক করুন