রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কম দামে পাওয়া যাবে স্যামসাং ট্যাব

প্রকাশিতঃ ৩১ ডিসেম্বর ২০১৬ | ১২:২৭ পূর্বাহ্ন

আন্তর্জাতিক বাজারে দাম কমল স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব প্রো এসের। এই বছরের শুরুতেই ট্যাবটি বাজারে আসে। ট্যাবটির প্রারম্ভিক মূল্য ছিল ৮৯৯.৯৯ ডলার। এটি এখন বিক্রি হচ্ছে ৫২৯.৯৯ ডলারে। এটি একটি টুইন ওয়ান ডিভাইস। ট্যাবের মতো এটি ব্যবহারের পাশাপাশি এতে কিবোর্ড লাগিয়ে ল্যাপটপের মতো খুব সহজে ব্যবহার করা যাবে।

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমচালিত এই ট্যাবটিতে আছে ১২ ইঞ্চির সুপার অ্যামোলিড ডিসপ্লে। ডিসপ্লের রেজল্যুশন ১৪৪০ পিক্সেল। এতে আছে টাচস্ক্রিন ডিসপ্লে। ট্যাবটিতে ইন্টেল কোর এম৩ প্রসেসর ব্যবহৃত হচ্ছে। ৪ জিবি র‌্যামের ট্যাবটিতে ১২৮ জিবি এসএসডি হার্ডডিস্ক রয়েছে।

ডিভাইসটির রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। এর ব্যাটারি ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।