যুক্তরাষ্ট্রের স্টার ওয়ারস খ্যাত অভিনেত্রী ক্যারি ফিশার অার নেই। ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। খবর: বিবিসি।
শুক্রবার লন্ডন থেকে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস এ বিমানে আসার সময় তিনি অসুস্থতা বোধ করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়- মঙ্গলবার সকালে তিনি মারা যান।
তার মুখপাত্র সিমন হলস এক বিবৃতিতে জানিয়েছেন, সারা বিশ্বের জনপ্রিয় অভিনেতা ক্যারি ফিশার মারা গেছেন বলে তার মেয়ে বিল্লি লৌর্ড নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, স্টার ওয়ারস সিরিজে প্রিন্সেস লিয়ার ভূমিকায় অভিনয় করে খ্যাতি পান ক্যারি ফিশার।