ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন শাহরুখ

shahrukh khanবলিউড সুপারস্টার শাহরুখ খানকে সম্মানজনক ডক্টরেট ডিগ্রি দিচ্ছে হায়দ্রাবাদের মাওলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির ষষ্ঠ সমাবর্তনে ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জির হাত থেকে সনদ নেবেন শাহরুখ। পাশাপাশি সম্মানজনক ডক্টরেট পাচ্ছেন রক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজিব শরফ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, উর্দু ভাষা ও সংস্কৃতির প্রসারে অসামান্য অবদানের জন্য এ ডিগ্রি পাচ্ছেন শাহরুখ ও রাজিব। সমাবর্তনে হাজির থাকবেন ২ হাজার ৮৮৫ জন প্রোস্ট গ্র্যাজুয়েট এবং ২৭৬ জন এমফিল ও পিএইচডিধারী। ওই আয়োজনে উপস্থিত থাকবেন তেলেঙ্গানা গভর্নর ইএসএল নরসিমা, ডেপুটি চিফ মিনিস্টার মোহাম্মদ মাহমুদ আলী ও বিশ্ববিদ্যালয়ের ভিসি জাফর ইউনুস সারেশওয়ালা।

চলতি বছর মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত দুই সিনেমাÑ‘ফ্যান’ ও ‘ডিয়ার জিন্দেগি’। এর মধ্যে দ্বিতীয় সিনেমাটি ভালো ব্যবসা করেছে। এছাড়া কয়েক মিনিটের জন্য দেখা দেন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায়। জানুয়ারিতে মুক্তি পাবে শাহরুখের আলোচিত সিনেমা ‘রয়িস’।