রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

সাংবাদিক সিদ্দিক আহমেদের চিকিৎসায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

| প্রকাশিতঃ ১৬ মে ২০১৬ | ৯:৪৯ অপরাহ্ন

siddiqচট্টগ্রাম: চট্টগ্রামের জেষ্ঠ্য সাংবাদিক সিদ্দিক আহমেদের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন চট্টগ্রামের সাংবাদিক নেতারা।

সোমবার চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতৃবৃন্দ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, প্রবীণ সাংবাদিক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ সিদ্দিক আহমেদ দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যানসারে ভুগছেন। রোববার তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাকে নগরীর জিইসি মোড়ের মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি ঘটলে সোমবার ভোরে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো জরুরি হয়ে পড়েছে। বরেণ্য এ সাংবাদিকের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রেসক্লাব প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর আর্থিক সহযোগীতা কামনা করছেন।

বিববৃতিদাতারা হলেন চট্টগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবুল মনসুর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি রতন কান্তি দেবাশীষ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।