ভারতের রাজ্যসভা থেকে পদত্যাগ করছেন মিঠুন চক্রবর্তী। আগামী সপ্তাহের শেষের দিকে সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দিতে পারেন তিনি। তৃণমূল সূত্রে জানা গেছে- মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যসভায় মিঠুনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের এপ্রিলে।
জানা গেছে- সারদার ঘটনায় নাম জড়ানোর পর থেকেই রহস্যজনকভাবে উধাও হন তৃণমূল সাংসদ মিঠুন চক্রবর্তী। এমনকি, রাজ্যসভাতেও দেখা যায়নি তাকে। একাধিকবার রাজ্যসভাতে চিঠি পাঠিয়ে ছুটি চেয়ে নেন তিনি।
তবে গণমাধ্যমের খবরে জানা যায় বর্তমানে মিঠুন শারীরিকভাবে অসুস্থ। গত কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।