চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০টি স্বর্ণ বারসহ গ্রেফতার হওয়া আবদুস শুক্কুর (৫১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই রায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ড দেওয়া হয়। সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোঃ শাহেনূর এ আদেশ দেন।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আবদুস শুক্কুরের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পিপি মোঃ ফখরুদ্দিন চৌধুরী জানান, ২০১৫ সালের ২২ এপ্রিল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট থেকে আসা আবদুস শুক্কুরের কাছ থেকে ৪০টি স্বর্ণ বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দারা। এ ঘটনায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা ফারুক আহমেদ বাদি হয়ে পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। মামলাটির তদন্ত শেষে গত বছরের ১৪ জুন আসামি আবদুস শুক্কুরের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। আটজন সাক্ষীর মধ্যে সাতজনের শেষে আদালত রায় ঘোষণা করেন।