মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

‘গণতন্ত্র নিয়ে মায়া কান্না করছেন খালেদা’

প্রকাশিতঃ ১৭ ডিসেম্বর ২০১৬ | ২:২১ অপরাহ্ন

inuজাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘গণতন্ত্র নিয়ে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মায়া কান্না মাছের মায়ের পুত্র শোকের মতো। ‘

শনিবার কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়া গণতন্ত্র নিয়ে মায়া কান্না শুরু করেছেন। এটা তার মুখে শোভা পায় না।

তিনি বলেন, ‘খালেদা জিয়া আবার গণতন্ত্রে প্রবেশ করার চেষ্টা করছেন। কিন্তু যাদের গায়ে মানুষ পোড়ানোর গন্ধ, হাতে রক্তের দাগ, পিঠে দুর্নীতির ছাপ আছে তারা গণতন্ত্রে বসবাস করবে কিনা এটা জাতির কাছে প্রশ্ন। সুতরাং হত্যা, আগুন সন্ত্রাস ও দুর্নীতির সাথে জড়িতদের গণতন্ত্রে থাকার কোনো অধিকার নেই। ‘

সভায় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে হাসানুল হক ইনু কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে আইসিটির মেলা উদ্বোধন করেন।