রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

মালিতে দুই বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

| প্রকাশিতঃ ১৬ মে ২০১৬ | ১:৪৪ অপরাহ্ন

unঢাকা: জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে মালিতে কর্মরত বাংলাদেশ পুলিশের দুই কনস্টেবল ঘূর্ণিঝড়ে নিহত হয়েছেন। গত রোববার আফ্রিকার ওই দেশটিতে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নিহত হন দুই কনস্টেবল।

তারা হলেন ছামিদুল ইসলাম (২৮) ও মোতাহার হোসেন (২৫)।

সোমবার বাংলাদেশ পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘূর্ণিঝড়ে পাঁচজন আহত হয়েছেন। তবে তাঁদের পরিচয় জানা যায়নি।

চলতি মাসের ২ তারিখে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যান ওই দুই কনস্টেবল। এক মাস পার হতে না হতেই লাশ হয়ে তাদের দেশে ফিরতে হচ্ছে। এ ঘটনায় গভীর শোক ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।