বিজয় দিবসে নানা আয়োজন পিসিআইইউ ছাত্রলীগের

15554973_1351352094909632_1443181351_nচট্টগ্রাম: শহীদদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করেছে পোর্ট সিটি ইউনিভার্সিটি (পিসিআইইউ) ছাত্রলীগ৷ শুক্রবার সকালে বিজয় র‌্যালি এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু গয় শ্রদ্ধা নিবেদন৷

এর আগে সকাল ৯টা থেকে বিজয় দিবসের কর্মসূচির শুরুতে ক্যাম্পাস চত্বরে উপস্থিত হন পোর্ট সিটি ইউনিভার্সিটি ছাত্রলীগের নেতাকর্মীরা।

এরপর কর্মসূচী অনুযায়ী ছাত্রলীগ নেতাকর্মীরা পোর্ট সিটি ছাত্রলীগের সভাপতি কাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক ওয়াহেদ বুল বুল অর্পনের নেতৃত্বে একটি বিজয় র‍্যালি নিয়ে ক্যাম্পাস হতে ওয়ারলেস পর্যন্ত প্রদক্ষিণ করে এরপর ভেটেনারি বিশ্ববিদ্যালয়স্থ শহীদ মিনারে গিয়ে র‍্যালিটি শেষ হয়৷

এরপর সকাল ১১ টার দিকে পোর্ট সিটি ইউনিভার্সিটি ছাত্রলীগ মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি সম্মান জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।

15595816_1351351931576315_1054519887_oউক্ত কর্মসূচীতে উপস্তিত ছিলেন পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহ্বব্বায়ক কাজী তামজিদ রিজুয়ান, সহ-সভাপতি অনিক মান বড়ুয়া, সিজানুর রহমান সিজান, নুর হোসেন, সানি দেব জয়, রফিকুল ইসলাম, মাঝহারুল ইসলাম, এম এইচ রিজভী, যুগ্ন-সাধারণ সম্পাদক রাহুল খাস্তগীর, জিশু দাশ, নাইমুল হাসান শিহাব, প্রবাল চৌধুরী, ফরমানুল, সাংগঠনিক সম্পাদক নিঝুম পারিয়াল রাজ, রিফাত মাহমুদ, হারুন অর রশিদ জিপন, নুরুল আবচার সাগর।

এছাড়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্পাদক, উপ-সম্পাদক, সহ-সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।