ইউনিসেফে প্রিয়াঙ্কা

priyankaদশ বছর ধরে ভারতে জাতীয় পর্যায়ে ইউনিসেফের হয়ে কাজ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এবার শিশু অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ইউনিসেফের বৈশ্বিক শুভেচ্ছাদূত নিযুক্ত হলেন তিনি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইউনিসেফের সদর দফতরে গত ১২ ডিসেম্বর সংগঠনটির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ ঘোষণা দেন ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম। ২০০৫ সাল থেকে ইউনিসেফের আন্তর্জাতিক দূতের দায়িত্বে আছেন তিনি। অনুষ্ঠানে ইউনিসেফের অন্য আন্তর্জাতিক দূতদের মধ্যে ছিলেন ব্রিটিশ অভিনেতা অরল্যান্ডো ব্লুম, মার্শাল আর্ট তারকা জ্যাকি চ্যান, সিয়েরা লিওনের লেখক ও মানবাধিকার কর্মী ইসমাইল বিয়াহ, গ্র্যামিজয়ী গায়িকা অ্যাঞ্জেলিক কিডজো ও নাইজেরিয়ান সংগীতশিল্পী ফেমি কুটি।

সতীর্থ দূতদের সঙ্গে তোলা ছবি গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে টুইটারে শেয়ার করেছেন কোয়ান্টিকো তারকা প্রিয়াঙ্কা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কীভাবে যেন দশ বছর হয়ে গেল! এবার অসাধারণ মানুষদের সঙ্গে ইউনিসেফের বৈশ্বিক শুভেচ্ছাদূতের দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। প্রতিটি শিশুর জন্য কাজ করব আমরা।’

প্রিয়াঙ্কা বলেন, শিশুদের অধিকার রক্ষায় নতুন জায়গা তৈরির জন্য সতীর্থ দূতদের সঙ্গে দাঁড়িয়ে আমি গর্বিত। গত এক দশকে ভারতের বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরেছি। এই পথচলায় অনেক তরুণী এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি, নিজেদের অধিকারের সুযোগ থাকলে অল্পবয়সী মেয়েরা নিজ নিজ ক্ষমতায়নের যোগ্যতা দেখাতে সক্ষম।