স্বাধীনতার ৪৬ বছর পরও দেশের গণতন্ত্র অবরুদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, আমাদের দুভার্গ্য- যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল সে স্বপ্ন আজও পূরণ হয়নি। স্বাধীনতার ৪৬ বছর পরও আজ গণতন্ত্র অবরুদ্ধ।
তিনি বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রের মূল্যেবোধ হারিয়ে ফেলছি। গণতন্ত্রের চর্চা করতে হবে। একই সঙ্গে মুক্তবুদ্ধির চর্চা করতে হবে। তাহলে আমাদের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা পাবে।
বিএনপির এই নেতা বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় যারা সরাসরি বিরোধীতা করেছে তাদের বিচার হওয়া উচিৎ। বিএনপি সব সময়ে স্বাধীনতাবিরোধীদের বিচার চায়। তবে সেটা যেন রাজনৈতিক উদ্দেশ্য না হয়।
এ সময়ে দলটির ভাইস চেয়ারম্যান ডা এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।