আইভীর জন্য শামীম ওসমানের শাড়ি

shamim-ivyনারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর জন্য নৌকা প্রতীকের শাড়ি বানিয়েছেন তার চির প্রতিদ্বন্দ্বী খ্যাত নারায়নগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমান।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের নাসিম ওসমান মেমোরিয়াল পার্ক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। একটি নামকরা ফ্যাশন হাউস থেকে লাল-সাদার পাড়ের উপর নৌকা খচিত বানানো শাড়ি দুটি সাংবাদিকদের সামনে প্রদর্শন করে শামীম ওসমান বলেন, ‘আমার আইভী’র জন্য এই শাড়ি দুটি বানিয়েছি। এই শাড়ি পরেই নির্বাচনে গণসংযোগ করবেন আইভী।

এসময় নারায়ণগঞ্জ আওয়ামী লীগে কোনো বিভেদ নেই দাবি করেন সংসদ সদস‌্য এ কে এম শামীম ওসমান। তিনি বলেন, ‘নেত্রী’ নির্দেশ দিলে সাংসদ পদ ছেড়ে দলের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে মাঠে নামতে প্রস্তুত আছেন তিনি।
ক্ষমতাসীন দলের এই দুই নেতার মধ‌্যে পুরনো দ্বন্দ্ব নিয়ে সংবাদমাধ‌্যমে নানা খবরের মধ‌্যেই এই সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রভাবশালী ওসমান পরিবারের ছেলে শামীম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়াণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আইভীর হাতে নৌকা প্রতীক দিয়েছেন। আইভীকে বার বার ‘ছোট বোন’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “আইভীই আওয়ামী লীগের যোগ্য প্রার্থী।”

শামীম বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি পদে থাকায় নির্বাচনের আচরণ বিধি অনুযায়ী আইভীর পক্ষে ভোটের প্রচারে নামার সুযোগ নেই।

“কিন্তু নেত্রী যদি চান, শনিবারই আমি পার্লামেন্ট থেকে পদত্যাগ করে আমার ছোট বোন আইভীর সঙ্গে প্রতিটি ঘরে ঘরে যাব। আর এই সুযোগ যদি আমার নেত্রী না দেন, তাহলে সিটি করপোরেশনের বাইরে বসে নির্বাচনী কাজ করার অধিকার আমার আছে।”

এই সংসদ সদস‌্য বলেন, “নির্বাচনী আচরণবিধিতে বিধান নেই যে আমি বাইরে বসে কথা বলতে পারব না। যদি এই বিধানই থাকেন তাহলে টকশোতে বসে যারা বিভিন্নভাবে কথা বলছেন, সেটাও কিন্তু পারে না।”

আর নিজে যেতে না পারলেও শনিবার থেকে নিজের নেতাকর্মীদের নৌকার পক্ষে ভোটের প্রচারে পাঠাবেন জানিয়ে শামীম বলেন, “আগামীকাল থেকে প্রতিটি অলিতে-গলিতে মানুষের পায়ে হাত দিয়ে আমার নেতাকর্মীরা নৌকার পক্ষে ভোট চাইবে।”