চট্টগ্রামে তিনজনকে হত্যায় ৪ জনের যাবজ্জীবন

chittagong courtচট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জমির বিরোধে তিন ভাইকে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস আরা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রাঙ্গুনিয়ার জঙ্গল সরফভাটা এলাকার মো. হাসান, তার ছেলে আবুল মনছুর, হাসানের ভাইপো জাহেদুল্লাহ ও মো. শহীদুল্লাহ। এদের মধ্যে হাসান ছাড়া বাকিরা পলাতক।

আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে সরফভাটা ইউনিয়েনর বদুনি বাপের বাড়ি এলাকায় মরিচ ক্ষেতের জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে একসঙ্গে তিন ভাইকে হত্যা করা হয়। নিহতরা হলেন- মো. জসিম উদ্দিন (৩০), অনোয়ারুল ইসলাম (৩২) ও সফিউল আলম (৩৯)। তারা সরফভাটা এলাকার খায়রুজ্জামানের ছেলে। এ ঘটনায় নিহতদের আরেক ভাই মাহবুব আলম বাদি হয়ে মামলা করেন। ১৯৯৮ সালের ৬ জুন মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। নানা আইনি প্রক্রিয়া শেষে ২০০১ সালে মামলার বিচার শুরু হয়।

আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি স্বরূপ পাল বলেন, অভিযোগ প্রমাণ হওয়ার চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এরমধ্যে হাসান ও মনছুরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মামলায় আরও ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে। এ মামলায় ১৮ জনের সাক্ষ্য নেওয়া হয়।