সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সালমান আমার ভাই-ভাল বন্ধু: শাহরুখ

প্রকাশিতঃ ৬ ডিসেম্বর ২০১৬ | ১১:৩৮ পূর্বাহ্ন

salman-sharukhভাল-খারাপ মিলিয়েই বলিউডের দুই খান শাহরুখ ও সালমানের সর্ম্পক। এবার তারা ভাল খবর হয়েই হাজির হলেন মিডিয়ায়। তাহলে কি সম্পর্কে বরফ গলতে শুরু করেছে। সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে একসঙ্গে দেখা গেল তাদের।

স্টার স্ত্রিন অ্যাওেয়ার্ডের এবারে আসরটি ঘিরে শুরু থেকেই আগ্রহের কমতি ছিলো না দর্শকদের। কেননা এবারের আসরে একটি পুরস্কার তুলে দিতে একসাথে মঞ্চে আসবেন শাহরুখ ও সালমান! এছাড়াও অনুষ্ঠানের কিছুটা অংশ একসাথে উপস্থাপনাও করেছেন তারা।

ইন্ডিয়ান একাসপ্রেস বলছে, শুধু একসঙ্গে মঞ্চেই আসেননি বরং একে অপরকে নাকি ভাই বলেও ডেকেছেন এ দুজন! অনুষ্ঠানে বেশ হাস্যজ্জ্বোল দেখা গিয়েছে তাদেরকে। এরআগে বেশ কয়েকবার এমন উদ্যোগ নেয়া হলেও সাড়া মেলেনি দু’জনের কারো তরফ থেকে।

অনুষ্ঠান শেষে মিডিয়াকে শাহরুখ বলেন, সালমান আমার ভাই। আমরা বরবরই ভালো বন্ধু ছিলাম। সব সময়ই থাকবো। তবে এই সর্ম্পক কতদিন ভালমতোই থাকে সেটি এবার দেখার অপেক্ষা!