মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

বিএনপি জয়ের আগেই হেরে যায়: ওবায়দুল কাদের

প্রকাশিতঃ ৫ ডিসেম্বর ২০১৬ | ২:১৮ অপরাহ্ন

Obaidul Quaderআওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জয়ের আগেই হেরে যায়, এটা এদের চারিত্রিক বৈশিষ্ট্য। সে কারণেই সত্য ও সুন্দরের প্রতিযোগিতায় অংশ নিতে পারে না।

সেতুমন্ত্রী গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সরকারের সহায়তা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

সোমবার সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।