সরকারের মূল লক্ষ্য জিয়ার কবর সরানো : রিজভী

rizviবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, লুই আই কানের মূল নকশা বাস্তবায়নের নামে সরকার জিয়ার কবর সরানোর নীল নকশা করছেন। সরকারের মূল লক্ষ্য হচ্ছে জিয়ার সমাধি কমপ্লেক্স উচ্ছেদ করা। কিন্তু জনগণ ভোটারবিহীন সরকারের এই নীল নকশা বাস্তবায়ন করতে দেবে না।

সোমবার বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বিশেষজ্ঞদের মতে লুই আই কানের মূল নকশা বাস্তবায়ন কখনও সম্ভব নয়। বিএনপি মনে করে ভোটারবিহীন বর্তমান সরকার যে নকশা আনার চেষ্টা করছে সেটা আসল কিনা সে ব্যপারে জনমনে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই জিয়াউর রহমানের কবর সরানোর সব ষড়যন্ত্র জাতীয়তাবাদী শক্তি রুখে দেবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শামা ওবায়েদ, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, দফতর সম্পাদক মো. মুনির হোসেন, বেলাল আহমেদ ও নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।