শীঘ্রই জাতীয় এসএমই নীতিমালা ঘোষণা করা হবে :শিল্পমন্ত্রী

চট্টগ্রাম: ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের দক্ষতা বাড়াতে শীঘ্রই জাতীয় এসএমই নীতিমালা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে শনিবার সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ১ম আন্তর্জাতিক এসএমই মেলা-২০১৬ এর উদ্বোধনকালে তিনি এই ঘোষণা দেন।

শিল্পমন্ত্রী বলেন, দেশের কোথায়, কোন ধরণের এসএমই শিল্প স্থাপন করা যায়, উদ্যোক্তা প্রণোদনা ও নীতি সহায়তার পাশাপাশি এলাকাভিত্তিক তরুণ ও সৃজনশীল উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্য নির্ধারণের কাজ চলছে। শীঘ্রই জাতীয় এসএমই নীতিমালা ঘোষণা করা হবে।

আমির হোসেন আমু এমপি বলেছেন, দেশের আর্থ-সামাজিক অগ্রগতির জন্য একটি টেকসই ও সুসংহত এসএমই শিল্পখাত গড়ে তোলা অপরিহার্য। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি। এ খাতের উপর ভর করেই দেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। রপ্তানি প্রবৃদ্ধি, পণ্য বৈচিত্রকরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচনসহ দেশের অর্থনৈতিক কর্মকান্ডের সিংহভাগ এ খাত নিয়ন্ত্রণ করে।

বিশেষ অতিথি এম. এ. লতিফ এম.পি. এসএমই খাতের উদ্যোক্তাদের উৎসাহিত করতে চট্টগ্রাম চেম্বারের সঠিক ও সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেন, দেশকে এগিয়ে নিতে হলে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে উৎসাহিত করতে হবে।

তিনি এ খাতের সুফল অর্জনে বিশেষ তহবিল গঠনে প্রধানমন্ত্রীর সাথে ব্যাংকসহ সকল ট্রেডবডি নিয়ে একটি ব্যাপক ও গঠনমূলক আলোচনার উদ্যোগ নিতে জনপ্রতিনিধি হিসেবে শিল্পমন্ত্রীকে অনুরোধ জানান।

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন-দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প একটি গুরুত্বপূর্ণ নিয়ামক এবং এর ভূমিকা অনস্বীকার্য। এই সেক্টর একদিকে যেমন দারিদ্র বিমোচনে ভূমিকা রাখে, তেমনি আমদানি নির্ভরতা হ্রাস এবং দেশীয় পণ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জিডিপিতেও উলে¬খযোগ্য অবদান রাখে।

তিনি চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে প্রকৃতি প্রদত্ত চ্যানেল কাজে লাগিয়ে বে-টার্মিনাল বাস্তবায়নে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন। মহিলা ও তরুণ উদ্যোক্তাদের জামানতবিহীন ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান চেম্বার সভাপতি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ ও এসএমই মেলা কমিটির আহবায়ক মাহফুজুল হক শাহ। এসময় চেম্বার পরিচালকবৃন্দ, প্রাক্তন সভাপতি ও পরিচালকবৃন্দ, সরকারী উর্ধ্বতন কর্মকর্তা, চসিক কাউন্সিলরবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত ৩ থেকে ৫ ডিসেম্বর তিনদিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে। মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত।