এবার ঘর ভাঙলো সারিকার!

sarikaবেশ কিছুদিন ধরে কানাঘুষা চলছিল জনপ্রিয় মডেল অভিনেত্রী সারিকার দাম্পত্য জীবনে ফাটল ধরেছে।

জানা গেছে, গত এক মাস ধরেই স্বামী ফাহিম করিমের সঙ্গে থাকছেন না সারিকা।

একাধিক বিশ্বস্ত সূত্র জানায়, গেল নভেম্বরেই স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় সারিকার। কারণ তার স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরেই মনোমালিন্য চলছিল। মিডিয়াতে কাজ করা নিয়ে এ মনোমালিন্যের সূত্রপাত।

সারিকা বলেন, ‘বৈবাহিক কিংবা ঘর ভাঙার বিষয় নিয়ে কিছুই বলতে চাই না। যদি কিছু জানাতে হয় আরো পরে জানাবো।’

কথার প্রসঙ্গ ঘুরিয়ে সারিকা বলেন, ‘আমি বর্তমানে আগের মতো আবারো নাটক-বিজ্ঞাপনে মনোযোগী হয়েছি। এ বিষয় নিয়ে কথা বলুন, অন্য কিছু না। আগামীতে আরো বেশি বেশি কাজ করবো। খুব শিগগিরই আদনান আল রাজীবের নির্দেশায় প্রাণের একটি বিজ্ঞাপনের কাজ করেছি সেটি প্রচারে আসবে। আগামীতে খণ্ড নাটকের জন্য সিডিউল দিয়েছি সেগুলো করবো।’

উল্লেখ্য, ২০০৬ সালে মডেলিং আর ২০১০ সালে অভিনয় দিয়ে সবার নজর কাড়েন সারিকা। তারপর ২০১৪ সালের আগস্টে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে হঠাৎ করেই বিয়ের কাজটি সেরেছিলেন সারিকা। বিয়ের এক বছরের মাথায় সারিকার কোল জুড়ে আসে এক কন্যা সন্তান।