মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

বিমানের ঘটনায় তদন্ত চলছে : ওবায়দুল কাদের

প্রকাশিতঃ ২ ডিসেম্বর ২০১৬ | ৫:৩৩ অপরাহ্ন

Obaidul Quaderআওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হাঙ্গেরি সফরের সময় প্রধানমন্ত্রীর বিমানের যান্ত্রিক ত্রুটির বিষয়টি তদন্ত হচ্ছে। তদন্তের আগে কিছু বললে এতে প্রভাবিত হতে পারে।

শুক্রবার বিমান দুর্ঘটনার হাত থেকে প্রধানমন্ত্রী রক্ষা পাওয়ায় দেশব্যাপী দোয়া অনুষ্ঠিত হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এ জুমার নামাজ আদায় ও বিশেষ মুনাজাত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এটা অবহেলা নাকি ষড়যন্ত্র তা তদন্ত চলছে। তবে প্রাথমিক তদন্তে ৫ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ইতিহাসে আরেকটি মর্মান্তিক দূর-ঘটনা ঘটে যেতে পারতো। সেদিন মহাসংকটের আরেকটা কালো ছায়া জাতীয় জীবনে নেমে আসতে পারতো। আল্লাহর অশেষ রহমত নেত্রীকে হেফাজত করেছে। সেই জন্য সারাদেশের মসজিদ ও বিভিন্ন ধর্মী উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

বাইতুল মোকাররমে হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে এ দোয়া হয়। নেত্রীকে হেফাজত করার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি।