মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

মহিউদ্দিনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গেলেন নাছির

প্রকাশিতঃ ১ ডিসেম্বর ২০১৬ | ৫:৫০ অপরাহ্ন

nasir-mohiuddinচট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৭২তম জন্মদিনে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতাদের নিয়ে মহিউদ্দিন চৌধুরীর চশমাহিলস্থা বাসভবনে যান আ জ ম নাছির। এসময় মহিউদ্দিনকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাকে মিষ্টিমুখ করান আ জ ম নাছির।

এ সময় আ জ ম নাছির উদ্দিন বলেন, শ্রদ্ধাভাজন মহিউদ্দিন ভাই আমাদের শুভ কর্মপথের পাথেয়। তার নেতৃত্বে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সুসংহত। মহান আল্লাহ দরবারে তার দীর্ঘায়ু কামনা করছি।

এদিকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য দলীয় ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মহিউদ্দিন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট সুনীল কুমার সরকার, খোরশেদ আলম সুজন, এম.জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ন সাধারন সম্পাদক এম.রেজাউল করিম চৌধুরী, বদিউল আলম, এম.এ রশিদ, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সম্পাদক মন্ডলীর সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ চৌধুরী সমশের, এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ।