আসলাম চৌধুরী গ্রেপ্তার

:: একুশে প্রতিবেদক ::

aslamইসরাইলি নেতা এন সাফাদি, বিএনপি যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এবং আগ্রার মেয়র (বাম থেকে)। ছবি: সংগৃহিত

ঢাকা : ভারতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’র এজেন্টের সাথে ‘সরকার উৎখাত পরিকল্পনার বৈঠকের’ অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীকে।

রোববার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর খিলক্ষেতের একটি বাসা থেকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) সদস্যরা তাকে গ্রেপ্তার করে। প্রশাসনের একাধিক বিশ্বস্ত সূত্র এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তবে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা সায়রুল কবির খান আসলাম চৌধুরীর একান্ত সচিব মঞ্জুরুল ইসলামের বরাত দিয়ে জানান, রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে রোববার সন্ধ্যায় এ বিএনপি নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে আজ দুপুরেই আসলাম চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। এমনকি তাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছিলেন চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার।

প্রসঙ্গত, সরকার উৎখাত করতে বিএনপি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে আঁতাত করছে- সম্প্রতি আ-লীগ কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদের বক্তৃতা ও গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়। প্রমাণ হিসেবে কিছু ছবিও প্রকাশ করা হয় ফেসবুক এবং গণমাধ্যমে। ছবিতে যে ব্যক্তির সঙ্গে আসলামকে দেখা গেছে তিনি ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদি। এই সাক্ষাতের কথা স্বীকারও করেছেন আসলাম। তবে সরকার উৎখাতের পরিকল্পনা নিয়ে তার সঙ্গে বৈঠকের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।