বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ব্রাজিলের ফুটবলারসহ ৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

প্রকাশিতঃ ২৯ নভেম্বর ২০১৬ | ১:১৯ অপরাহ্ন

colombiaplanecrash2নিউজ ডেস্ক : ব্রাজিলের একটি ফুটবল ক্লাবের খেলোয়াড়সহ ৮১ জন আরোহী নিয়ে কলম্বিয়ায় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

ভাড়া করা ওই উড়োজাহাজের যাত্রীদের মধ‌্যে ব্রাজিলের শাপোকোয়েনসে ফুটবল দলের খোলোয়াড়রা ছিলেন। সাউথ আমেরিকান ক্লাব কাপের ফাইনাল খেলতে বলিভিয়া থেকে কলম্বিয়ায় মেদেলিনে যাচ্ছিলেন তারা।

দুর্ঘটনার পর ফাইনাল ম‌্যাচ স্থগিত করা হয়েছে বলে বিবিসির খবরে জানানো হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, বিমানের আরোহীদের কেউ বাঁচতে পেরেছেন কিনা, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়।

তবে দুর্ঘটনাস্থল মেদেলিন শহরের মেয়র ফ্রেদেরিকো গুতিয়েরেজ আশা করছেন, যাত্রীদের কয়েকজনকে হয়ত জীবিত উদ্ধার করা সম্ভব হবে।

রয়টার্স জানিয়েছে, আরোহীদের মধ‌্যে ৭২ জন যাত্রী, বাকিরা ক্রু। স্থানীয় সময় সোমবার রাত ১০টার দিকে মেদেলিন শহরের ঠিক বাইরে পার্বত‌্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।