বিদ্যা বালানের সিনেমা ক্যারিয়ারের শুরু বাংলাভাষী কলকাতা শহরে। তার সবচেয়ে হিট সিনেমা ‘কাহানি’র শুটিংও হয়েছে এখানে। তার সিনেমা ক্যারিয়ার শুরু এ কলকাতা দিয়েই। ফলে তার মুখ থেকে বাংলা শুনে অবাক হওয়ার কিছু নেই।
তবে ‘কাহানি টু : দুর্গা রানী সিং’-এর প্রচারণায় কলকাতায় গিয়েছিলেন বিদ্যা। সেখানে তার সঠিক উচ্চারণের বাংলা শুনে অবাক হয়েছেন এক দোকানের কর্মচারী। বিদ্যা গিয়েছিলেন মিষ্টির দোকানে। কুশলাদি বিনিময়ের সময় ওই কর্মচারী খেয়াল করেন, তাদের চেয়েও ভালো বাংলা বলছেন ‘দ্য ডার্টি পিকচার’ নায়িকা। তিনি জিজ্ঞেস করেন, এত ভালো বাংলা কার কাছে শিখেছেন? উত্তরে বিদ্যা জানান, নিজে নিজেই শিখেছেন। অবশ্য কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বিদ্যা জানান, ‘কাহানি’ পরিচালক সুজয় ঘোষের কাছে অনেক ভুল বাংলা শব্দ শিখেছেন। কথাবার্তায় ভুল হলে দায় তিনি নেবেন না!
তবে বিদ্যা বালানের ‘বাংলা বিদ্যা’ দেখে চমকে যান সবাই। সম্প্রতি শোনা যাচ্ছে লেখিকা কমলা দাশের বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন বিদ্যা। এজন্য তিনি মালায়লাম ভাষায় তালিমও শুরু করেছেন। ‘কাহানি টু : দুর্গা রানী সিং’ মুক্তি পাবে ২ ডিসেম্বর। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন অর্জুন রামপাল।