মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

‘সমঝোতার মধ্য দিয়ে বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়’

প্রকাশিতঃ ২৭ নভেম্বর ২০১৬ | ৩:১০ অপরাহ্ন

Fakrulসহিংসতা নয়, সংলাপ ও সমঝোতার মধ্য দিয়ে বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দেশের রাজনীতি, মানবিকতা, মূল্যবোধ, সহনশীলতা সব কিছুই যেন দিন দিন কোথায় হারিয়ে যাচ্ছে। সাধারণ মানুষকে শান্তিপূর্ণ একটি দেশ উপহার দিতে সংঘাত বা সহিংসতা নয়, সমঝোতার মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

রবিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, দেশ আজ কোন দিকে যাচ্ছে? সবকিছু নিয়ন্ত্রণ হারাচ্ছে। বরেণ্য নেতাদের বিরুদ্ধে কুৎসা রচনা করা হচ্ছে। এমন দেশের জন্য যে মানুষটি (খালেদা জিয়া) সারাটি জীবন উৎসর্গ করে দিচ্ছেন তার বিরুদ্ধেও কুৎসা রটনা করতে কুণ্ঠাবোধ করেন না এ সরকার ও তার মন্ত্রীরা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক নাকি বলেছেন, ‘বিএনপি আলোচনায় না এসে বাস মিস করেছে। বিএনপির আর সে শক্তি নেই।’ অবশ্য এসব মুখরোচক কথা তারা বলতেই পারেন। শুধু এটা কেন তারা (আওয়ামী লীগ) তো শুধু জেন্ডার পরিবর্তন ছাড়া আর সবই পারে।

সভায় উপস্থিত ছিলেন- ড্যাবের সভাপতি অধ্যাপক এ জেড এম জাহিদ, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, ডাকসুর ভিপি খায়রুল কবির খোকন, ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান, ড্যাবের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোস্তাক রহিম, ঢাকা মহানগর ড্যাবের সাধারণ সম্পাদক ডা. সামিউল আলম সোহান প্রমুখ।