স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সার্চ কমিটির মাধ্যমেই নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হবে। আর আইন অনুযায়ী এটা দেখভাল করবেন রাষ্ট্রপতি।
রবিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বরে ‘শহীদ ডা. শামসুল আলম মিলনের মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।
ইসি গঠন নিয়ে বিএনপির বিভিন্ন বক্তব্য প্রত্যাখ্যান করে নাসিম বলেন, ইতোমধ্যে বিএনপি এটা নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছে যা মোটেও সঠিক নয়। অনেক ঝামেলা করেছেন এবার ঝামেলা বন্ধ করেন। আগে নির্বাচন কমিশন গঠন করতে দেন তারপর ইসি নিয়ে সমালোচনা করবেন।
সংবিধান অনুযায়ী নির্বাচন হবে মন্তব্য করে তিনি বলেন, দেশের যে সংবিধান রয়েছে সেটা মেনেই নির্বাচন হবে। বিশ্বের সব দেশেই সংবিধান মেনে নির্বাচন হয় বাংলাদেশেও তাই হবে। আওয়ামী লীগ সরকারকে নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে আর দরকার নেই। ২০১৯ সালের একদিন আগেও দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না সাফ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রাম-গঞ্জে চিকিৎসকের সংকট নেই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গ্রাম-গঞ্জে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। আমরা কিছুদিনের মধ্যে ১০ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে।
সভায় আরও বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রহুল হক, বিএমএ’র সাবেক মহাসচিব ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, শহীদ ডা. শামসুল আলম মিলনের মা সেলিনা আক্তার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কামরুল হাসান খান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. শফিকুল হক, বিএমএ’র মহাসচিব ডা. ইকবাল আর্সালান, সহ-সভাপতি ডা. রউফ সরদার, সাংগঠনিক সম্পাদক ডা. উত্তম বড়ুয়া, জাসদের সভাপতি শহীদ নুরুল আম্বিয়া ও জাসদ নেতা ডা. মুস্তাক হোসেন প্রমুখ।