এক বছরের ব্যবধানে বাংলাদেশি প্রাপ্তবয়স্কদের হাতে থাকা সম্পদের পরিমাণ বেড়েছে ১ লাখ ৬৩ হাজার ৮শ কোটি টাকা। মাথাপিছু সম্পদের পরিমাণ ১০৬৯ ডলার বা ৮৩ হাজার টাকার বেশি।
বিভিন্ন দেশের জনসংখ্যা ও তাদের সম্পদের তথ্য নিয়ে এই প্রতিবেদন প্রকাশ করছে সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ক্রেডিট সুইস রিসার্চ ইন্সটিটিউট।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের মাথাপিছু জিডিপির পরিমাণ হলো ১৪০৪ মার্কিন ডলার। সবমিলিয়ে বাংলাদেশিদের সম্পদের আকার ২৫৮ বিলিয়ন ডলার। যা বিশ্ব সম্পদের মাত্র শুন্য দশমিক ১ভাগ। ২০০০ সালের শেষ দিকে বাংলাদেশের প্রাপ্তবয়স্কদের হাতে থাকা সম্পদের পরিমাণ ছিল মাত্র ৭৮ বিলিয়ন ডলার। গতবছর ২০১৫ সালে বাংলাদেশিদের সম্পদের পরিমাণ ছিল ২৩৭ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাংলাদেশিদের প্রাপ্ত বয়স্কদের হাতে সম্পদের পরিমাণ বেড়েছে ২১ বিলিয়ন মার্কিন ডলার। টাকার অংকে ১ লাখ ৬৩ হাজার ৮শ কোটি টাকার সম্পদ বেড়েছে এক বছরের ব্যবধানে। চলতি বছরের মধ্য সময়ের তথ্য নিয়ে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এক বছরের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার মান বেড়েছে শুন্য দশমিক ৮ ভাগ। এর পরেও বাংলাদেশিদের এ সম্পদ বেড়েছে।