বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

আমেরিকায় প্রতি ৭ জনে একজন নেশাগ্রস্ত

প্রকাশিতঃ ২৫ নভেম্বর ২০১৬ | ৯:৩৬ পূর্বাহ্ন

drugs-madokআমেরিকায় প্রতি ৭ জনের মধ্যে একজন নেশাগ্রস্ত। তবে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন প্রতি ১০ জন নেশাগ্রস্তের মধ্যে একজন। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্বেগজনক এ তথ্য প্রকাশ করেছে।

‘আমেরিকানরা নেশায় আক্রান্ত’ শীর্ষক এক রিপোর্টে স্বাস্থ্য মন্ত্রণালয় এই প্রথম উল্লেখ করেছে মাদকাসক্তদের চিকিৎসায় কী করা উচিত, কীভাবে করা উচিত।

এ রিপোর্টে বলা হয়েছে, ১২ বছরের অধিক বয়েসী ২৭ মিলিয়ন আমেরিকান গত বছর নিষিদ্ধ ঘোষিত ওষুধ গ্রহণ অথবা চিকিৎসকের দেয়া ব্যবস্থাপত্রের অপব্যবহার করেছেন। গত মাসে প্রতি ৫জন আমেরিকানের একজনই নেশায় বুদ হন।

রিপোর্টে আরও উল্লেখ করা হয়, নেশাগ্রস্তদের ৩৮ শতাংশ তরল মাদক গ্রহণ করছেন। তামাক জাতীয় মাদকে আক্রান্ত ৩১ শতাংশ।