রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

জুলহাজ-তনয় হত্যার ঘটনায় আনসারুল্লাহ সদস্য গ্রেপ্তার

| প্রকাশিতঃ ১৫ মে ২০১৬ | ৪:৫৮ পূর্বাহ্ন

arrest Handcuffsঢাকা: ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় হত্যার ঘটনায় আনসারুল্লাহ বাংলা টিমের এক সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরের দিকে কুষ্টিয়া থেকে শরিফুল ইসলাম ওরফে শিহাব নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেন পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের সদস্যরা।

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মারুফ হোসেন সরদার জানান, শিহাব আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। ঢাকায় হত্যাকাণ্ড ঘটিয়ে তারা কুষ্টিয়ায় পালিয়ে ছিল।তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য পাওয়া যাবে। দুপুরে মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

গত ২৫ এপ্রিল কলাবাগানে বাড়িতে ঢুকে জুলহাজ ও তার বন্ধু তনয়কে কুপিয়ে হত্যা করা হয়। এরপর আনসার আল ইসলামের নামে একটি সংগঠন এর দায় স্বীকার করে।