ফের বিগ বস-এ সানি লিওন

suny-leonভারতের রিয়েলিটি শো ‘বিগ বস’ এর মাধ্যমেই সর্বমহলে পরিচিতি পান সানি লিওন। মূলত এর পরেই বলিউডে যাত্রা শুরু হয়েছিল সাবেক এই পর্নো তারকার।

ফের সেই রিয়েলিটি শো ‘বিগ বস’-এ সানি লিওন।

জানা গেছে, এই সপ্তাহে বিগ বস–এর বাড়িতে ঢুকছেন সানি লিওন। এবারের পর্বে চার জন প্রতিযোগী বাদ পড়বেন বিগ বসের বাড়ি থেকে। তাদের তালিকাই পড়ে শোনাবেন সানি। তবে তিনি ফের প্রতিযোগিতায় অংশ নেবেন কিনা, জানা যায়নি।

কিন্তু কানাঘুষো, বলিউডে অনেক চেষ্টা করেও নিজের জমি শক্ত করতে পারছেন না সানি। অভিনয়ের শিক্ষক রেখেছেন। তবু লাভ হয়নি। তাই ক্যারিয়ারে নতুন মাত্রা দেওয়ার জন্য বিগ বস–এর মঞ্চকেই ব্যবহার করতে চাইছেন সানি।