বিশ্ববাজারে পাম অয়েলের বুকিং দর রয়েছে বাড়তির দিকে। এর পরও দেশে পণ্যটির দাম এখন নিম্নমুখী। চাহিদা কমায় কয়েক দিনের ব্যবধানে ভোজ্যতেলটির দাম কমেছে মণে ৮০ টাকা। এদিকে চাহিদা বাড়ায় ঊর্ধ্বমুখী আছে সয়াবিন তেলের দাম।
দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের বিভিন্ন ট্রেডিং ও পাইকারি ব্যবসা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল প্রতি মণ পাম অয়েল লেনদেন হয় ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫৪০ টাকায়।
কয়েক সপ্তাহ আগেও এ পরিমাণ পাম অয়েল লেনদেন হয়েছিল সর্বোচ্চ ২ হাজার ৫৮০ টাকায়। শীতে পাম অয়েলের চাহিদা কমায় পাইকারিতে নিম্নমুখী রয়েছে এর দাম। সামনের দিনগুলোয় এর দাম আরো কমবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে খাতুনগঞ্জে গতকাল সয়াবিন তেল বিক্রি হয় প্রতি মণ সর্বোচ্চ ৩ হাজার ১২০ টাকায়। মান ও কোম্পানিভেদে সয়াবিন ও পাম অয়েলের দামে পার্থক্য রয়েছে। পাইকারি বাজারে সিটি গ্রুপের সয়াবিন ও পাম অয়েলের দাম তুলনামূলক বেশি থাকে বলে বাজার পর্যবেক্ষণে দেখা গেছে।
খাতুনগঞ্জের ভোজ্যতেল ব্যবসায়ী আবদুর রাজ্জাক বলেন, শীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাম অয়েলের ক্রয়াদেশ কমে যায়। ফলে মিলগেট থেকেও সরবরাহ কমিয়ে দেয়া হয়। পাইকারি বাজারে পাম অয়েলের লেনদেন কমে যাওয়ায় দামও কমতে থাকে।