বাঁশখালীতে ডাকাতের হাতে বৃদ্ধা খুন

ctgচট্টগ্রাম: চট্টগ্রামে বাঁশখালী উপজেলায় ডাকাতদের হাতে খুন হয়েছে বিজয়া দাশ (৬০) নামে এক বৃদ্ধা।

শুক্রবার গভীর রাতে উপজেলার সাধনপুর ইউনিয়রের রাবন পাড়ায় এ ঘটনা ঘটে।

বাঁশখালী থানার ওসি আলমগীর হোসেন জানান, শুক্রবার রাত তিনটার দিকে সাধনপুর ইউনিয়নের রাবন পাড়া এলাকায় একটি বসত ঘরে ডাকাতরা হানা দেয়। এ সময় বিজয়া দাশ ও তূর্ণা দাশ নামে দুই জনকে কুপিয়ে যখম করে তারা। ঘটনাস্থলে বিজয়া দাশ নিহত হয়। আহত তূর্ণা দাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে। ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে।