ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪২

train120161120095125ভারতের কানপুরে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪২ জন হয়েছে। এই ঘটনায় আরো শতাধিক মানুষ আহত হয়েছেন। রবিবার ইন্দোর-পাটনা এক্সটেপ্রসের ১৪টি বগি লাইনচ্যুত হলে এই হতাহতের ঘটনা ঘটে।

সোমবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকর্মীরা এখনো দুর্ঘটনাকবলিত ট্রেনটির মধ্যে আরো কোন যাত্রী বেঁচে আছে কি না তা খুঁজে দেখছে। এখনো একটি বগি আরেকটি বগির সঙ্গে আটকা পড়ে আছে।

দুর্ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স কর্মকর্তার উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।

রবিবার ভোর রাতের কানপুর শহরের নিকটে ইন্দোর-পাটনা এক্সটেপ্রসের ১৪টি বগি লাইনচ্যুত হয়। এসময় ট্রেনের বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন।