বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে জোটের শরিক ৫ দলের শীর্ষ নেতারা বৈঠক করেছেন। শনিবার রাতে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় গুলশানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। জোটের শীর্ষ পাঁচ নেতারা হলেন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি, ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।
বৈঠকে শীর্ষ নেতারা জোটে নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচন কমিশন নিয়ে যুগপোযোগী প্রস্তাব উপস্থাপন করায় ধন্যবাদ জানান। এছাড়া দেশের সার্বিক পরিস্থিতি, নাসিরনগর, গাইবান্ধাসহ বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বেগম খালেদা জিয়া প্রদত্ত প্রস্তাবনা নিয়ে জোটের বাইরের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও করণীয় নিয়ে আলোচনা হয়।
তবে হঠাৎ অনুষ্ঠিত বৈঠকের ব্যাখ্যা পাওয়া না গেলেও এ বিষয়ে জানতে চাইলে জোটের শরিক বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি জানান, নির্বাচন কমিশন নিয়ে দেশনেত্রীর প্রস্তাব অতুলনীয়। এ বিষয়ে সরকারের উচিত আলোচনার ব্যবস্থা করা। এ বিষয়গুলো থেকে সরকার ও বিরোধী দলগুলো বিশেষ করে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলগুলো যদি ঐকমত্যের ভিত্তিতে একটি সমাধান তৈরি করতে পারে- তাহলে আগামী গণতন্ত্রের জন্য তা শুভ ফল বয়ে আনবে। বেগম জিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান না করে সরকারের উচিত এই প্রস্তাবের ভিত্তিতেই আলোচনা শুরু করা।