তিন সম্পাদকের কেক কাটায় দেশ রূপান্তরের বর্ষপূর্তি

চট্টগ্রাম : শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত দেশ রূপান্তর-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বরেণ্য সাংবাদিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, হকার্স নেতৃবৃন্দসহ নানা শ্রেণিপেশার নেতৃস্থানীয় সুধীমণ্ডলী উপস্থিত ছিলেন এবং তারা সকলেই একযোগে দেশ রূপান্তর পত্রিকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাহসী ভূমিকা পালনের প্রশংসা করেন। একইসঙ্গে দেশ রূপান্তর-এর উজ্জ্বল অগ্রযাত্রা কামনা করেন তারা।

শুরুতে চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকার তিন সম্পাদক যথাক্রমে: দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. রমিজ উদ্দিন চৌধুরী, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক ওমর ফারুক দেশ রূপান্তর এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। তাছাড়া চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে পূর্বকোণ সম্পাদক ডা. রমিজ উদ্দিন চৌধুরী বলেন, প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর জাতীয় দৈনিকের এমন আয়োজনে মুগ্ধ হয়েছি। যোগ্য সম্পাদক ও ব্যুরো প্রধান পত্রিকাটিকে নিয়ে গেছে অন্যান্য উচ্চতায়। পত্রিকার গেটআপ সুন্দর। আরও ধারালো নিউজ হোক এই কামনা।

সুপ্রভাত বাংলাদেশ রুশো মাহমুদ বলেন, সংবাদ মাধ্যমের ক্রান্তিলগ্নে প্রার্থনা প্রিন্ট মিডিয়া এগিয়ে যাক। দেশ রূপান্তর তার আলাদা নিজস্বতা নিয়ে যাক, মানুষের কথা বলুক।

চট্টগ্রাম মঞ্চ সম্পাদক ওমর ফারুক বলেন, দেশ রূপান্তর সরকারের সামনের দিনগুলোর সংকট তুলে ধরবে পাশপাশি বিজ্ঞাপনের স্বল্পতার মাঝেও প্রিন্ট মিডিয়া দীর্ঘপথ পাড়ি দিবে তাদের স্বকীয়তায়। এই কামনা দেশ রূপান্তর আরও এগিয়ে যাক।

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি ফারুক ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামলা, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।

শুভেচ্ছা জানাতে হাজির হন দৈনিক জনকণ্ঠ’র ডেপুটি এডিটর মোয়াজ্জেমুল হক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মোহাম্মদ রেজা, বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি শহীদ উল আলম, দৈনিক প্রথম আলোর বার্তা সম্পাদক ওমর কায়সার, সিনিয়র সাংবাদিক আসিফ সিরাজ, বিএফইউজে’র সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিইউজের সহ-সভাপতি মোহাম্মদ আলী, কবি হাফিজ রশিদ খান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী, সদস্য স.ম. ইব্রাহিম, সমকালের চট্টগ্রাম ব্যুরো প্রধান সরোয়ার সুমন, জিটিভির ব্যুরো প্রধান অনিন্দ টিটো, সিইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক কুতুব উদ্দিন, চট্টগ্রাম সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ ইউসুফ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, এজেন্সি কর্মকর্তা আবদুর রহিম প্রমুখ।

চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের পক্ষে ফুলের শুভেচ্ছা জানান কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চসিকের প্রাক্তন কাউন্সিলর ও বেসরকারি কারাপরিদর্শক অ্যাভডোকেট রেহানা বেগম রানু, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ভাষ্কর্য শিল্পী শ্রীকান্ত আচার্য, ব্যবসায়ী নুরুল আবছার, বনজৌর’র রেস্টুরেন্টের পরিচালক আক্কাস আলী, ম্যানেজার রহমান আলী, মহসীন কলেজ ছাত্রলীগের মায়মুন উদ্দিন মামুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আবদুল্লাহ আল ফয়সাল প্রমুখ।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি