যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী পিপলের দৃষ্টিতে চলতি বছরের সবচেয়ে আবেদনময় পুরুষ দ্য রক খ্যাত রেসলার ও অভিনেতা ডোয়াইন জনসন।
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে অভিনয়ের মাধ্যমে হলিউড যাত্রা শুরু করা জনসনকে সেন্ট্রাল ইন্টেলিজেন্টস ও স্যান আন্ড্রেস-এর মতো ব্লকব্লাস্টার হিট ছবিগুলোও এই খেতাব পেতে সাহায্য করেছে বলে জানিয়েছে পিপল।
দ্য রক ২০১৬ সালের সবচেয়ে বেশি উপার্জনকারী হলিউড অভিনেতাও বটে।