অভিনেত্রী আলিয়া ভাট জানিয়েছেন, তিনি স্কুলের ওয়াশরুমে ঘুমানোর কারণে একবার শাস্তি পেয়েছিলেন। ২৩ বছর বয়সি এ অভিনেত্রী জানান, তার স্কুলে ঘুমানোর স্বভাব ছিল। একবার ধরা পড়ে তাকে শাস্তি পেতে হয়েছিল।
সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান আলিয়া। তিনি বলেন, ‘আমাকে এক সপ্তাহ ডেস্ক পরিষ্কার করার শাস্তি দেওয়া হয়েছিল। আমি যা করেছিলাম তা কারো করা উচিৎ নয়। কিন্তু আমি স্কুলে গিয়ে ওয়াশরুমে ঘুমাতাম। একদিন একজন শিক্ষক আমাকে ওয়াশরুমে ঘুমানোর সময় ধরে ফেলেন।’
‘তারপর আমি এক সপ্তাহ ধরে ডেস্ক পরিষ্কার করেছি। এটি খুব কষ্টের। সুতরাং স্কুলে ঘুমাবেন না, বাড়িতে ঘুমাবেন।’ বলেন আলিয়া।
আগামী ২৫ নভেম্বর মুক্তি পাচ্ছে আলিয়া অভিনীত সিনেমা ডিয়ার জিন্দেগি। গৌরি সিন্ডে পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করছেন শাহরুখ খান। এছাড়া বরুণ ধাওয়ানের সঙ্গে বদ্রিনাথ কি দুলহানিয়া সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আলিয়া।