চীনে মোবাইল কিনতে ফেস স্ক্যান

তথ্যপ্রযুক্তি : চীনে মোবাইল ফোন কিনতে হলে এখন থেকে ক্রেতাদের মুখমণ্ডলের ছবি বা ফেস স্ক্যান করতে হবে। ধারণা করা হচ্ছে দেশটির কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারীর পরিচয় পেতেই এটা করা হচ্ছে।

বিবিসি জানায়, এই নিয়মের কথা গত সেপ্টেম্বর মাসে ঘোষণা করা হলেও রোববার থেকে কার্যকর করেছে চীন।

এদিকে চীন সরকার বলছে, সাইবার জগতে সব নাগরিকের বৈধ অধিকার এবং স্বার্থরক্ষার জন্য এই নিয়ম করা হয়েছে।

সাধারণত বিশ্বের অন্যান্য দেশের মতো চীনে মোবাইল ফোনের সেবা নিতে জাতীয় পরিচয়পত্র দেখাতে হয় এবং ছবি তুলতে হয়। কিন্তু এখন থেকে মোবাইল সেবা নিতে গেলেও তাদের মুখের ছবি স্ক্যান করতে হবে, যাতে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ছবি মিলিয়ে পরিচয় নিশ্চিত করা যায়। এই নিয়ম চালু করার জন্য দেশটি অনেকদিন ধরেই চেষ্টা করে আসছে, যেন অনলাইনে প্রত্যেকে নিজের আসল নাম পরিচয় ব্যবহার করতে পারে।

গত সেপ্টেম্বরে এই নিয়ম ঘোষণা করার সময় চীনে তেমন কোনা আলোচনা হয়নি। তবে অনলাইনে অনেকে উদ্বেগের কথা জানায়।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চীনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি নিয়ে গবেষণা করেন জেফরিং ডিং। নতুন এই নিয়ম সম্পর্কে তিনি বলেন, চীনের এই উদ্যোগের মূললক্ষ্য হলো সাইবার নিরাপত্তা বৃদ্ধি করা এবং অনলাইনে প্রতারণা বন্ধ করা।

তিনি আরও বলছেন, তবে একই সাথে হয়তো জনগণের ওপর আরও বেশি নজরদারি করতে চায় চীন।