রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বাচ্চাদের পরীক্ষা না থাকলে বইমেলা আরও জমতো : জেলা প্রশাসক

প্রকাশিতঃ ৩০ নভেম্বর ২০১৯ | ১০:৩২ অপরাহ্ন

চট্টগ্রাম : বাচ্চাদের পরীক্ষা না থাকলে, শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি না থাকলে বিভাগীয় বইমেলা আরও জমতো, বিক্রিবাট্টাও ভাল হতো বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

শনিবার সন্ধ্যায় নগরীর জিমনেশিয়াম হলে জেলা প্রশাসন  ও জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বিভাগীয় বইমেলায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। 

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ, মোহাম্মদ সাহাবুদ্দিন ও মহিউদ্দিন শাহ আলম নিপু।

জেলা প্রশাসক বলেন, আমাদেরও কিছু করার ছিল না। মেলার পাশে একইসময়ে চলছে তিনটি বইমেলা। তার উপর স্কুল কলেজের বিভিন্ন পর্যায়ে ছেলেমেয়েদের পরীক্ষা চলছে। তাছাড়া কিছু স্কুল-কলেজও বন্ধ রয়েছে। এ কারণে আমরা সাড়া একটু কম পেয়েছি। এসময় জেলা প্রশাসক ঢাকা থেকে যেসমস্ত প্রকাশনা প্রতিষ্ঠান স্টল নিয়ে এসেছে তাদের ধন্যবাদ জানান ও আগামীতে ভালো সময়ে একটি জমজমাট বইমেলা করার আশা প্রকাশ করেন।

স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সন্তানদের ইন্টারনেটমুখী ও ইবুকমুখী না করে ছাপানো বইমুখী করুন। এতে করে শিক্ষার্থীদের মনোবিকাশ ঘটবে। কারণ ইন্টারনেটে যেসব বই পড়া হয় তার প্রতিক্রিয়া বেশিক্ষণ স্থায়ী হয় না। কিন্তু ছাপানো বইয়ের প্রতিক্রিয়া দীর্ঘস্থায়ী। এটা আলাদা একটা মনোজগত তৈরী করে। তাই অভিভাবকদের উচিত তাদের সন্তানদের বইমুখী করা।