নতুন মালিকানায় হাজির হতে পারে ভাইন। সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, স্বল্পদৈর্ঘ্যের ভিডিও সার্ভিসটির জন্য অনেক প্রস্তাবই পেয়েছে টুইটার। আর সেসব প্রস্তাবই বিবেচনা করে দেখছে মাইক্রোব্লগিং সাইটটি।
প্রতিবেদন অনুযায়ী, কিছু প্রস্তাবে ভাইনের দাম ১ কোটি মার্কিন ডলারের নিচে আছে। অথচ ভাইন চালাতে টুইটারের মাসে এর থেকে বেশি খরচ হয়ে থাকে। তবে টুইটার এ ব্যাপারে কোন মন্তব্য করেনি।
তবে মালিকানা হস্তান্তর হলে ভাইনের বিশাল আর্কাইভ অনলাইনে দীপ্তি ছড়াতে পারে। টুইটার খরচ কমাতে চাচ্ছে। ভাইনকে ঘিরে টুইটারের প্রত্যাশা ছিল সাইটটি মাইক্রোব্লগিং সাইটের শর্ট ভিডিও শেয়ারের ডিফল্ট উপায় হিসেবে কাজ করবে। কিন্তু তার পরিবর্তে এটি বিনোদনমূলক নেটওয়ার্ক হিসেবে কাজ করেছে। ভাইন টুইটারের একটি অনর্থক সম্পূরক হিসেবে কাজ করে এসেছে যার ভিডিও নিয়ে অর্থপূর্ণ কোন কৌশল ছিল না।
টুইটার থেকে ভাইন অধিগ্রহণ করলে যে কাউকে সমস্যাসঙ্কুল চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। ভাইনের ব্যবসা কয়েক বছর ধরে পতনশীল আছে। কেউ অধিগ্রহণ করলে ঠিক কী উপায়ে এটিকে উজ্জীবিত করা যাবে তা এখন পরিষ্কার নয়।