প্রেমে ভাঙ্গন আসলেও দুজনের বন্ধুত্বে ভাটা পড়েনি। করণ জোহরের পার্টিতে দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুরকে দেখে এমনই গুঞ্জন বলিউডে। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির সাফল্যে বিশাল আয়োজন করেছিলেন ছবির পরিচালক করণ জোহর।
আদিত্য রায় কাপুর, নেহা ধুপিয়াসহ অনেকেই ভিড় জমিয়েছিলেন সেখানে। কিন্তু রণবীর-দীপিকার ওপরই নজর ছিল সকলের। দেখা হতেই নাকি রণবীরকে অভিনন্দন জানান দীপিকা।
ছবিতে রণবীরের অভিনয়েরও প্রশংসা করেন দীপিকা। বাকি সময়টুকু নাকি একে-অপরকে ছেড়ে এক পাও নড়েননি তারা।
দীপিকার বর্তমান প্রেমিকের সঙ্গে প্রায়ই খোশগল্প করতে দেখা যায় রণবীরকে। খুব শিগগিরই করণ জোহরের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাবে তাদের।