সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বিয়েতে রাজি নন প্রিয়াঙ্কা

প্রকাশিতঃ ১৩ নভেম্বর ২০১৬ | ৯:২৯ পূর্বাহ্ন

priyankaবলিউডের অনেক পুরনো নায়িকাই বিয়েটা সেরে ফেলেছেন। যারা বাকি আছেন, তাদের বিয়ে নিয়েও বলিউডে নানারকম খবর রয়েছে। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া? আপনার কি মনে হচ্ছে তিনিও খুব শীঘ্রই বিয়েটা সারতে চলেছেন? তাহলে খুব ভুল ভাবছেন।

বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া মোটেই খুব শীঘ্রই বিয়ে করছেন না। অন্তত তার মা এমনটাই জানিয়েছেন। কিন্তু কেন?

সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে, মেয়ের বিয়ে নিয়ে চিন্তিত কীনা এমনই প্রশ্ন করা হয়েছিল ‘দেশী’ গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার মা ডা. মধু চোপড়াকে। তিনি বললেন, ‘প্রিয়াঙ্কার এমন মনোভাবের সঙ্গে আমি খুবই পরিচিত। আমিও ওকে বিয়ের কথা বলেছিলাম। কিন্তু ও আমাকে বোঝায় যে, ও এখন খুবই ভালো আছে। খুশিতে আছে।

এরপর আমাকে জিজ্ঞাসা করে যে, আমি কি এই উত্তরে দুঃখ পেলাম। তখন আমি বলি যে, না। তখন ও বলে যে, তাহলে আমাকে এখন এই সব বিষয় থেকে রেহাই দাও। তুমি পাশে থাকো, তাহলেই আমি সব চিন্তা থেকে মুক্তি পাবো।’