পলাশ চাকমা, রাঙ্গামাটি : জীবনের আগে জীবিকা নয়,সড়ক দুর্ঘটনা আর না” এই স্লোগানকে সামনে রেখে স্যালভেশনের উদ্যোগে শনিবার (২৩ নভেম্বর) সকালে শহরের পৌরসভার সামনে দুর্ঘটনা প্রতিরোধে গাড়ির হেডলাইট রঙকরণ, ট্রাফিক আইন সচেতনতায় লিফলেট বিতরণ ও স্টিকার লাগানো হয়।
এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর মো ইসমাইল। উপস্থিত ছিলেন স্যালভেশন-এর সম্মানিত উপদেষ্টা হাসমত আলী, উপদেষ্টা পারভেজ সুমন, সমন্বয়ক আজিজুল ইসলাম আরজু, সিনিয়র সদস্য আশরাফুল আলম, মো আইয়ুব ভূঁইয়াসহ স্যালভেশন -এর সদস্যবৃন্দ ও ট্রাফিক পুলিশের সদস্যবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল বলেন, ট্রাফিক আইনে উচ্চ ভিমে বা লাইটে গাড়ি চালানো নিষেধ। তারপরও কিছু চালক এই আইন অমান্য করে। ফলে গাড়ি চালানোর সময় উচ্চ ভিমে লাইট দিয়ে গাড়ি চালালে গাড়ির সেই আলো সরসরি অন্য গাড়ির চালকের চোখে পড়ে এবং তিনি এই আলোর ফলে রাস্তা স্পষ্টভাবে দেখতে পায় না। আর এভাবেই একটি দূর্ঘটনার সূত্রপাত হয়। স্যালভেশন আজকে যেই কার্যক্রম হাতে নিয়েছে তার ফলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। কারণ হেডলাইট-এর উপরের অংশ রং করার ফলে লাইটের আলো রাস্তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ফলে চালকদের পথ চলতে সমস্যা হবে না।
সংগঠনের উপদেষ্টা হাসমত আলী বলেন, স্যালভেশন-এর এই কাজ সত্যিই প্রশংসনীয়। নতুন যে ট্রাফিক আইন প্রকাশ করা হয়েছে তা সম্পর্কে সবার কিন্তু ধারণা নেই। আজকের এই কাজের পর তারা নতুন ট্রাফিক আইন সম্পর্কে সচেতন হবে বলে আমি মনে করি।
পারভেজুল ইসলাম বলেন, সম্প্রতি আমাদের প্রাণের শহর রাঙ্গামাটিতেও সড়ক দূর্ঘটনা বেড়ে গেছে। এর মূল কারণ আমাদের ট্রাফিক আইন না মানা, কিংবা সঠিকভাবে না জানা। পথচারী,যাত্রী কিংবা চালক কেউ আসলে সড়ক দূর্ঘটনা চাই না। তবু আমরা দূর্ঘটানায় পতিত হচ্ছি। কিছুদিন আগেও রাঙ্গামাটি সরকারি কলেজের একজন ছাত্রী সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছে। তাই এ শহরের সবার সচেতনতা এবং রাতে গাড়ি চালানো আরো নিরাপদ করতে হেড লাইটের উপরের একচতুর্থাংশ রঙকরণের উদ্যোগ নিয়েছি।
সভাপতির বক্তব্যে মো আইয়ুব ভূঁইয়া অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করায় সকল সদস্য, ট্রাফিক পুলিশ, যাত্রী ও চালকসহ সকলকে আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে “স্যালভেশন” টীম অনুষ্ঠানস্থলে সৃষ্ট আবর্জনা পরিস্কার করে অনুষ্ঠান সমাপ্ত করেন।