সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

তরুণ উদ্যোক্তারাই গড়বে ডিজিটাল বাংলাদেশ : পলক

প্রকাশিতঃ ১৯ নভেম্বর ২০১৯ | ৬:৪৫ অপরাহ্ন


ঢাকা : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বলেছেন, তরুণ উদ্যোক্তারাই গড়বে ডিজিটাল বাংলাদেশ। সরকার চায় তরুণরা শুধু চাকরির পেছনে না ছুটে সফল উদ্যোক্তা হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাক।

আজ রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘বাংলাদেশ ইউনিভার্সিটি তরুণ উদ্যোক্তা পৃষ্টপোষক’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিশেষ অতিথি ছিলেন গ্রামীনফোনের সিইও মাইকেল প্যাট্রিক ফোলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির চেয়ারম্যান কাজী জামিল আজহার এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএস মার্কেট এক্সেসের সিইও ক্রিস বারি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টার্টআপ অ্যাকসেলারেটর, বাংলাদেশ ইউনিভার্সিটির উপদেষ্টা টিনা জাবীন।

জুনাইদ আহমেদ পলক বলেন, একজন উদ্যোক্তা সফল হলে বহু কর্মসংস্থান হবে। সেজন্য সরকার প্রযুক্তি নির্ভর তরুণ উদ্যোক্তা তৈরিতে সহায়তা দেবে। ২০২১ সালের মধ্যে এক হাজার স্টার্টআপ তৈরিতে সরকার সহায়তা করবে। সফল উদ্যোক্তারাই গড়বে ডিজিটাল দেশ একথা উল্লেখ করে বাংলাদেশ ইউনিভার্সিটির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি।