বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

আফগানিস্তানে জার্মান কনস্যুলেটে বোমা হামলা, নিহত ২

প্রকাশিতঃ ১১ নভেম্বর ২০১৬ | ১১:৪৮ পূর্বাহ্ন

hamlaআফগানিস্তানের মাজার-ই-শরিফ এর আফগান সিটিতে জার্মান কনস্যুলেটে গাড়িবোমা হামলা হয়েছে। এতে কমপক্ষে দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বিবিসির প্রতিবেদনে প্রকাশ, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে ওই হামলা হয়। এতে অন্তত আরও ৮০ জন আহত হয়েছেন।

সূত্রের খবর বলছে, বিস্ফোরকভর্তি একটি ট্রাক নিয়ে কনস্যুলেটের ভেতর ঢুকে ওই বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী হামলাকারী। এতে দেয়াল ঘেরা কনস্যুলেট ভবনের ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে দাবি নেটোর।

নেটোর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, হামলার পর ভেতরে থাকা লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।

এই হামলার দায় স্বীকার করেছে তালেবান জঙ্গিরা। এই হামলাকে তারা চলতি মাসের শুরুতে কুন্দুজে নেটোর বিমান হামলার ‘প্রতিশোধ’ বলে জানিয়েছে।