চট্টগ্রাম জিমনেশিয়ামে ৬ দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে ২৫ নভেম্বর


চট্টগ্রাম : সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় গ্রন্থ কেন্দ্রের উদ্যোগে ও চট্টগ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আগামি ২৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম জিমনেশিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ দিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় বইমেলা।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের হাটহাজারীর সন্তান সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সাংস্কৃতিক ঐতিহ্য-২) অসীম কুমার দে।

আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক সুভাষ দে, একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার, সৃজনশীল পুস্তক পরিষদের সভাপতি মহিউদ্দিন শাহ আলম নিপু, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ হাসান, বাতিঘর’র কর্ণধার দীপঙ্কর দাশ প্রমুখ।

সভায় বইমেলাকে সুুন্দর, সফল ও স্বার্থক করার লক্ষ্যে একটি পরিচালনা কমিটি ও সাংস্কৃতিক, প্রচার, মঞ্চ ও সাজসজ্জা উপ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এছাড়া গণমাধ্যমে প্রচারের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে, নগরের ব্যস্ততম স্পটে এবং প্রতিটি উপজেলা সদরে বইমেলার প্রচার সম্বলিত ব্যানার সাঁটানোর সিদ্ধান্ত হয়।

বইমেলায় সর্বমোট স্টল থাকবে ৭৫টি। এর মধ্যে ৭০টিই বুকস্টল। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ৫০টি স্টল ছাড়াও চট্টগ্রাম থেকে ২০টি প্রকাশনী সংস্থা বইমেলায় অংশ নেয়ার সিদ্ধান্ত হয় প্রস্তুতি সভায়।

এছাড়াও প্রতিদিন মেলাপ্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা থাকবে। যেখানে সাহিত্যাঙ্গনের বরেণ্য ব্যক্তিদের অতিথি করার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

একুশে/এটি